বাংলাদেশে আসন্ন ঈদ ও টানা ছুটির কথা মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক খোলা থাকবে। সাধারণত শুক্রবার ব্যাংক বন্ধ থাকে, তবে এবার ব্যতিক্রম।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বেতন তোলার সুবিধার্থে এসব ব্যাংকের সব শাখা খোলা থাকবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেন এবং অফিস চলবে বিকাল ৩টা পর্যন্ত।
কেন খোলা থাকবে ব্যাংক?
গত কয়েক মাসে ইএফটিএন পদ্ধতির ডিজিটাল ত্রুটির কারণে অনেক শিক্ষক-কর্মচারীর বেতন আটকে ছিল। সমস্যাগুলো দূর করে আজ বৃহস্পতিবার অনেকেই বেতন পেয়েছেন। কিন্তু ঈদের আগে আজ ছিল শেষ ব্যাংকিং দিন—যার কারণে শেষ মুহূর্তে অনেকেই টাকা তুলতে পারেননি।
এই সমস্যা সমাধানের লক্ষ্যে ২৮ মার্চ শুক্রবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে শিক্ষক-কর্মচারীরা দ্রুত তাঁদের বেতন তুলতে পারবেন এবং ঈদের প্রস্তুতি নিতে পারবেন।
ব্যাংক খোলা থাকারসময়সূচি:
লেনদেন চলবে: সকাল ১০টা – দুপুর ১২টা
ব্যাংক খোলা থাকবে: সকাল ১০টা – বিকাল ৩টা
জুমার নামাজের বিরতি: দুপুর ১টা – ২টা
দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্য:
যেসব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী ছুটির দিন কাজ করবেন, তাঁদের সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতা প্রদান করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।