সারাদেশে সাধারণ ছুটি চলমান রয়েছে। তবে এর মধ্যেও সরকারি কিছু অফিস খোলা রয়েছে। ভ্যাট অফিস যার মধ্যে অন্যতম। আগামী শুক্রবারও (১৫ মে) সারাদিন খোলা থাকবে ভ্যাট অফিস।
জানা যায়, এদিন ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (১১ মে) সার্কেল অফিস খোলা রাখার নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মূসক মনিটরিং,পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব এম এম কবিরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সার্কেলের অফিসগুলোর কার্যক্রম তদারকি করবেন কমিশনারগণ। অফিসের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে করোনা মোকাবিলার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরর নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার হওয়ায় জুমার নামাজের বিরতি রেখে বিকেল ৪টা পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা নেয়া হবে। তবে প্রয়োজন হলে আরো বেশি সময় চালু রাখা যাবে অফিসের কার্যক্রম।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত, চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত এবং সর্বশেষ সেটি ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এদিকে করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৯৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



