মুম্বাইয়ে ‘কিং’ ছবির শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ খান। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে চোট পেয়েছেন শাহরুখ। তবে দুর্ঘটনাটি কবে ঘটেছে, সেটা জানা যায়নি। শাহরুখের চোটের মাত্রা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শাহরুখকে। চিকিৎসকেরা তাঁকে এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে শাহরুখ ঠিক কোথায় আঘাত পেয়েছেন, সেটা জানা যায়নি। অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন শাহরুখ।
আরেকটি সূত্র জানিয়েছে, অভিনেতার চোট খুব গুরুতর নয়। গত কয়েক বছরে বেশ কয়েকটি অ্যাকশন সিনেমা করতে গিয়ে নানা সময়ে আহত হয়েছেন তিনি। সব মিলিয়ে চেকআপের জন্য যুক্তরাষ্ট্র যাবেন তিনি।
সকালে মা বলে ডাকে রাতে বিছানায় ঘুমানোর প্রস্তাব দিত মহেশ ভাট
সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমাটির পরবর্তী অংশের শুটিং হবে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে। সিনেমাটিতে আছেন সুহানা খানও। খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel