ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে আছেন। তবে শোরুম উদ্বোধনে ব্যস্ত থাকেন অভিনেত্রী। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার।

তবে জানা গেছে, দীর্ঘ বিরতি শেষে নতুন কয়েকটি সিনেমায় কাজের প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর কেড়েছেন অভিনেত্রী।
এদিকে কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট সূত্রে অভিনেতা আদর আজাদ ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো শোনা গেছে। এ কোরিওগ্রাফারের পোস্ট করা ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবু ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা— একাধিক সিনেমাতে একসঙ্গে কাজ করছেন অপু ও আদর।
আগামী মাস থেকে দুটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে অপু ও আদর আজাদের। একটি সিনেমাটি নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অন্যটি নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন।
সম্প্রতি অপু-আদরকে একই ফ্রেমে দেখা যায়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন— এ তারকা জুটি নাকি একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করছেন। অন্তত দুটি সিনেমায় তাদের জুটি বাঁধা প্রায় নিশ্চিত বলেই দাবি করছে বিভিন্ন সূত্র। যদিও এ বিষয়ে এখনই কোনো কথা বলতে নারাজ আদর ও অপু।
এ বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি এ নিয়ে আপাতত বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
অন্যদিকে একই কথা বললেন আদর আজাদও। তিনি বলেন, বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত। তবে প্রযোজন প্রতিষ্ঠান আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন। তার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘লাল শাড়ি’ । অন্যদিকে আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’। এ ছাড়া আদর আজাদ অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে আলোচনায় ছিলেন। এ তারকা জুটি এরই মধ্যে প্রায় হাফ ডজন সিনেমায় কাজ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



