বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ঘোষণা আসে কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’-এ অভিনয় করতে চলেছেন ঢাকাই নায়ক শাকিব খান।এখনও শুরু হয়নি ছবিটির শুটিং। এরই মাঝে এলো চমকপ্রদ খবর। ছবি নির্মাণ হওয়ার আগেই ‘বীর’কে পেতে বুকিং দেওয়া শুরু করেছেন সিনেমা হল মালিকরা।
জানা গেছে, রবিবার (১৪ জুলাই) বিকেলে ছায়াবাণী, সাগরিকা, সিনেমা প্লেস, মধুমতি, সত্যবর্তী ও আশা সিনেমা হলের মালিকরা এফডিসিতে এসে সিনেমাটির প্রযোজক শাকিব খান ও মোহাম্মদ ইকবালের হাতে বুকিং মানি তুলে দেন।
এসব তথ্য নিশ্চিত করে ইকবাল বলেন, শুটিং শুরুর আগেই এমন সাড়া পেয়ে সত্যি আমরা আনন্দিত। শুধু এই ছয়টি নয়, আরও অনেক হল মালিক আমাদের ছবি বুকিং করতে আগ্রহী। তারা যোগাযোগ রেখে চলছেন। এমন সাড়া পেয়ে মনে হচ্ছে ‘পাসওয়ার্ড’কে ছাড়িয়ে যাবে ‘বীর’-এর সাফল্য।
গত বছরের ডিসেম্বরে একটি গানের রেকর্ডিংয়ের মাধ্যমে শাকিবের এই ছবির কাজ শুরু হয়। এতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। কিন্তু এরপর পরিচালক কাজী হায়াৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাজ বন্ধ হয়ে যায়।
অবশেষে সোমবার (১৫ জুলাই) মহরতের মাধ্যমে শুটিং ফ্লোরে যাচ্ছে ‘বীর’। যদিও এতে শাকিবের সঙ্গে কে জুটি বাঁধবেন তা অনিশ্চিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।