
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র রাষ্ট্রের সদস্যরা দাবি করে আসছে যে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল কারণ ইরান। তবে এবার উল্টো কথা বলছে রাশিয়া। ইসরায়েলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি ভিক্টরোভ বলেন, মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে ইসরায়েল। সম্প্রতি জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
রুশ রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘের প্রস্তাবনা না মেনে একের পর এক ফিলিস্তিনি ভূমি দখল করছে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট হচ্ছে। এখানে ইরানের কোনো কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করছে না। জাতিসংঘের প্রস্তাব না মানায় ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানও সম্ভব হচ্ছে না।
ইরানের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং লেবাবনের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতার দীর্ঘদিনের অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রচ্যের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের।
দেশ দুটির দাবি, মধ্যপ্রাচ্যের অশান্তির মূলে আছে ইরান। হুতি ও হিজবুল্লাহকে অস্ত্রসহ সামরিক সহযোগিতা দিয়ে ইরান গোটা আরবে নিজেদের কতৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলেও অভিযোগ ইসরায়েলের।
রুশ রাষ্ট্রদূত ইসরায়েলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করছে না, বরং হিজবুল্লাহর অবস্থানে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। শুধু তাই নয়, বিনা উসকানিতে সিরিয়ায় ইরানি সেনাদের ওপরও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।