জুমবাংলা ডেস্ক: দেশে প্রতিবছর যে পরিমাণ ইলিশ মাছ উৎপন্ন হয় তা দিয়ে বছরে একটি করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে জানিয়েছেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় রবিবার (২৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন।
প্রশান্ত কুমার সরকার বলেন, “মৎস্য ব্যবসায়ীদের লাভ করতে হবে তবে লোভ করা যাবে না। লোভের কারণে মাছ বড় করতে মানুষের স্বাস্থ্যহানীকর কোন খাবার খাওয়ানো যাবে না। আমাদের মৎস্য ব্যবসায়ীদের লোভ ত্যাগ করে প্রকৃত ব্যবসায়ী হতে হবে।”
তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, “দেশে প্রতিবছর পাঁচ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদন হয়। প্রতি কেজি ইলিশ পাঁচশ টাকা দরে বিক্রি করা গেলে বছরে ২৮ হাজার কোটি টাকা আয় হয়। শুধু ইলিশ বিক্রি করেই প্রতিবছর একটি করে পাদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।”
সভায় বক্তারা বলেন, “বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জলমহালগুলো প্রকৃত জেলেদের না দিয়ে বিভিন্ন নাম ও সমিতির আড়ালে রাজনৈতিক নেতাদের মধ্যে ইজারা দেওয়া হয়। এর ফলে প্রকৃত জেলেরা বঞ্চিত হয়।”
“জাল যার জলা তার” এ নীতি অনুসরণ করে রাজনৈতিক নেতাদের নামে জলমহালগুলো ইজারা না দিয়ে প্রকৃত জেলেদের নামে ইজারা দেওয়ার দাবি জানানো হয় সভায়।
সাগর থেকে আসছে মাছভর্তি ট্রলার, নিষেধাজ্ঞা শেষের ১৪ ঘণ্টার মাথায় ঘাটে ১২ টন ইলিশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।