শুধুমাত্র এক শর্তে টুইটার কিনবেন! সাফ জানিয়ে দিলেন ইলন মাস্ক

টুইটার কিনে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন ইলন মাস্ক-টুইটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অধিগ্রহণের জন্য আবারও নিজের শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার ইলন মাস্ক। শনিবার টুইটারে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, টুইটার তাদের ব্যবহারকারীদের একাউন্টের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়াটি যদি জানায়, তবেই তিনি টুইটার কিনবেন।

জনৈক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক বলেন, “টুইটার যদি তাদের ১০০ একাউন্টের নমুনা নিয়ে সেগুলো আসল কিনা তা যাচাইয়ের প্রক্রিয়াটি জানায়, তাহলে টুইটার কেনার চুক্তিতে এগোব আমি।”

টেসলার প্রধান কার্যনির্বাহীর দাবি, টুইটারে ভুয়া একাউন্টের সংখ্যা ২০ শতাংশের বেশি। কিন্তু টুইটার এই দাবি মানতে নারাজ। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দিকে ইঙ্গিত করে মাস্ক আরো বলেন, “কিন্তু যদি এসইসির কাছে তাদের দাবি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে এই চুক্তি (টুইটার কেনার) হবে না।”

এর আগে মাস্ক হুশিয়ারি দিয়েছিলেন যে তিনি নিজে টুইটারের অসংখ্য একাউন্ট থেকে ১০০ একাউন্টের সত্যতা যাচাই করবেন।
টুইটার কিনে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন ইলন মাস্ক-টুইটার
গত এপ্রিলে টুইটার কেনার ইচ্ছার কথা প্রকাশ করেন মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। মাস্ক নিজেও টুইটারের একজন একনিষ্ঠ ব্যবহারকারী। ৪৪ বিলিয়ন ডলারে মাস্কের টুইটার কেনার খবরে বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। কিন্তু গত মে মাসে মাস্ক জানান, তিনি আসলে তথ্য যোগাড়ের চেষ্টা করছিলেন, যার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে টুইটারে ভুয়া একাউন্টের পরিমাণ মোট ব্যবহারকারীর ৫ শতাংশেরও কম। কিন্তু টুইটার সেই তথ্য দিতে ব্যর্থ হওয়ায় জুলাইয়ের শুরুতে মাস্কের আইনজীবিরা জানিয়ে দেন, মাস্ক আর টুইটার কিনতে আগ্রহী নন।

এদিকে টুইটার কর্তৃপক্ষ শুরুতে মাস্কের অধিগ্রহণ পরিকল্পনার সাথে একমত না হলেও, মাস্কের ‘না’ সূচক জবাবের পর তাকে টুইটার কিনতে বাধ্য করার জন্য গত ১২ জুলাই মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। এরপর গত ২৯ জুলাই মাস্ক টুইটারের বিরুদ্ধে পালটা মামলা করেন। ডেলাওয়্যারের আদালত অক্টোবরে টুইটার কিনতে মাস্কের অস্বীকৃতির বিষয়ে শুনানি নির্ধারণ করেছে।

সূত্র: আরটি অনলাইন

জনপ্রিয় যে ফিচার বন্ধ করে দিচ্ছে ফেসবুক