ক্রিকেটের পাশাপাশি ফিটনেসের জন্য জনপ্রিয় বিরাট কোহলি। সময় যত এগিয়েছে নিজের ফিটনেসকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। সিক্স প্যাক অ্যাবস থেকে ফিল্ডিংয়ে আগুন ঝরানো, সবকিছুতেই বিরাট কোহলি চমকে দিয়েছেন বাকিদের। ব্য়াট হাতে তিনি রান না পেলেও ফিল্ডিংয়ে তিনি আটকে দেন অনেক রান।
সম্প্রতি বিরাট কোহলি তাঁর জিম সেশনের ভিডিয়ো এবং ছবি শেয়ার করেছেন নেট দুনিয়ায়। সেটা জনপ্রিয়তা পেয়েছে। ছুটি কাটিয়ে এসেই তিনি জিমে গা ঘামানো শুরু করে দিয়েছেন। ইন্সটাগ্রামে তাঁর এই পোস্ট দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকে মন্তব্য করছেন, বিরাট কোহলি এই পোস্ট করে ১০ কোটি টাকা আয় করেছেন।
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ পায়। যেখানে দেখা যায় বিরাট কোহলি ইন্সটাগ্রামে প্রতিটা পোস্ট থেকে ৮.৯ কোটি টাকা পান। তারপরই বিরাট তাঁর জিম সেশনের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। যা দেখে নেটিজেনদের একাংশ মন্তব্য করেন যে বিরাট জিমের ছবি ও ভিডিও শেয়ার করে ১০ কোটি টাকা কামিয়ে নিলেন।
সেটা কি আদৌ সত্যিই? যদি বিরাট প্রতিটা পোস্টেই এত পরিমাণ টাকা আয় করতেন তাহলে তিনি বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হয়ে যেতেন। বিরাট কি আদৌ জিম সেশনের ছবি পোস্ট করে আয় করেছেন?
রিপোর্টে যেটা জানা গিয়েছে তা হল, বিরাট কোহলি কোনও সংস্থার সঙ্গে কোলাবোরেশনের ছবি, অর্থাৎ, কোনও সংস্থার হয়ে তিনি বিজ্ঞাপনে যখন কাজ করেন ও সেটা যখন তিনি ইন্সটাগ্রামে শেয়ার করেন তখন তিনি প্রতিটা পোস্ট পিছু পান ৮.৯ কোটি টাকা। সাধারণ পোস্টের জন্য তিনি টাকা পান না। একমাত্র বিজ্ঞাপনী পোস্টের জন্যই তিনি টাকা পান। ফলে নেটিজেনরা যেই দাবি করছেন যে জিম সেশনের ছবি ও ভিডিও শেয়ার করে ৯ কোটি টাকা পেয়েছেন বিরাট, তা ঠিক নয়।
বিরাটের জিম সেশনের ভিডিয়ো দেখে তাঁকে আরও শক্তিশালী হতে বলেছেন নেটিজেনরা। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘তুমি আরও শক্তিশালী হও।’ একজন লেখেন, ‘তুমি শক্তিশালী হলেই দল শক্তিশালী হবে।’ বিরাট কোহলি যখন জিমে গা ঘামাচ্ছেন সেই সময় লন্ডনে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত রোহিত শর্মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।