লিওনেল মেসির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন তার স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, মঙ্গলবার রাতে কলকাতার টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন রাজ চক্রবর্তী। অভিযোগে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীকে উদ্দেশ্য করে করা মন্তব্যগুলো শুধু কটাক্ষ নয়, বরং ব্যক্তিগত ও অসম্মানজনক আক্রমণের পর্যায়ে পড়েছে।
রাজ চক্রবর্তীর অভিযোগ, শারীরিক গঠন ও সন্তানকে কেন্দ্র করে যেভাবে কুৎসা রটানো হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এসব মন্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাজ চক্রবর্তী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা প্রকাশ্য স্থানে নারীদের অপমান করা হলে তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। নারীদের প্রতি অসম্মানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ করেন শুভশ্রী গাঙ্গুলি। সেখানে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা ধরনের কটাক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন রাজ চক্রবর্তী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



