বিনোদন ডেস্ক : সেপ্টেম্বরের শেষেই নতুন অতিথির আগমন ঘটতে চলেছে কলকাতার সেলিব্রিটি দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির সংসারে। স্ত্রীকে তাই কিছুতেই কাছ ছাড়া করছেন না পরিচালক। একেবারে কড়া নজরে রাখছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শুভশ্রীর প্রতি শাশুড়ির যত্ন- আত্তিরও শেষ নেই। সব মিলিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘মাদার টু বি’ শুভশ্রীর পাশাপাশি কিন্তু হবু সন্তানের কথা চিন্তা করে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা হচ্ছে।
কী সেই নিয়ম? এখন নাকি বাড়ির কোনো সদস্যই জোরে জোরে কথা বলছেন না! একেবারে নিচু কণ্ঠে কথা বলতে হচ্ছে সবাইকে। স্মার্ট ফোনে ঘণ্টার পর ঘণ্টা চোখ রাখা একেবারে বন্ধ! রাজের নির্দেশে চেঁচামেচি একেবারে বন্ধ বাড়িতে। শান্ত পরিবেশ বজায় রয়েছে সব সময়ে।
তবে কী করে সময় কাটছে দম্পতির? হবু সন্তানের জন্য একগুচ্ছ প্ল্যানিং তো রয়েইছে, উপরন্তু ভালো ভালো সিনেমা দেখা, বই পড়াও চলছে। বাদ যাচ্ছে না গান শোনাও। হালকা মিউজিক শুনলে মন ভালো থাকে। সকাল থেকেই নাকি একটা হাসি-ঠাট্টার পরিবেশ রাখা হয়। যাতে ‘উড বি মম’ শুভশ্রীর মন ভালো থাকে।
খাবার মেনুতেও পরিবর্তন এসেছে। স্বাস্থ্যকর, হালকা খাবারই তালিকায় ঠাঁই পেয়েছে। তাছাড়াও বাড়ির প্রতিটা কোণা থেকে শুরু করে বাইরে থেকে আনা জিনিস সবই স্যানিটাইজ করা হচ্ছে।
রাজের ইচ্ছা সন্তান শুভশ্রীর মতোই হোক। অভিনেত্রী নাকি ভীষণ ধৈর্য্যশীল। আর সেই গুণটাই সন্তানের মধ্যে আসুক, চাইছেন রাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।