আজ থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪’ শিরোনামের এই উৎসব চতুর্থবারের মতো আয়োজন করেছে জেলার সিনেমাপ্রেমীদের সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ। এবারের আয়োজনে ভারত, নেপাল, ইতালি, বাংলাদেশসহ মোট চার দেশের ৩০ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
এরই মধ্যে উৎসবের লোগো ও প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে বলে জানা গেছে। এবারের উৎসবে ১৮ টি দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এসব দেশের মোট ৪৫টি চলচ্চিত্র দেখার সুযোগ পাবে সবাই। উৎসবে দেখানো চলচ্চিত্র সমূহকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ক্ষেত্রে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দ্বিতীয় ক্ষেত্রে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সর্বশেষ প্রামাণ্য চলচ্চিত্র।
চারটি ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার। এখানে ছয়টি ন্যারেটিভ ফিচার ফিল্ম, সাতটি শর্ট ডকুমেন্টারি ও ৩২ টি শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। এ উৎসবে বিচারক হিসেবে এশিয়া ও ইউরোপের দেশ থেকে তারকারা অংশগ্রহণ করবে।
উৎসবে জুরি হিসেবে থাকবেন ভারতের ধর্মেন্দর ডাঙ্গি, ডক্টর আবিদ, নেপালের কেপি পাঠক, শ্রীলঙ্কার রডনি রাথিপানা, জার্মানির ইন্দো স্টারজ এবং বাংলাদেশের আশরাফ শিশির ও সাদিয়া খালিদ রিতি। নেপালের চলচ্চিত্র নির্মাতা অরুণ দেও জোসি বিকেল ৩টায় জেলা আর্টস একাডেমিতে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন। বিকেল ৫টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম দিনের চলচ্চিত্র প্রদর্শন চলবে রাত ৯টা পর্যন্ত।
গত বিকেল ৫টায় বগুড়া জেলা আর্ট একাডেমিতে উৎসবের উদ্বোধন করেছেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র। আয়োজক কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, উৎসবে অংশ নিতে ভারত, নেপাল, ইতালি ও বাংলাদেশ থেকে ৩০ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী বগুড়ায় এসেছেন। উৎসবে ১৮টি দেশের ৪৫টি শর্ট, ডকুমেন্টারি ও ফিচার ফিল্ম প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্র থেকে চারটি বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।