স্পোর্টস ডেস্ক : মাত্র শুরু হলো আইপিএল নিলাম ; দল পাচ্ছেন দুই টাইগার ক্রিকেটার! ৩৩২ ক্রিকেটার নিয়ে ২০২০ আইপিএলের প্লেয়ার ড্রাফট শুরু হল মাত্র৷ আর যেখানে তোলা হবে পাঁচ বাংলাদেশীর নাম। তবে নিলামের আগে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কেমন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারে তা বিশ্লেষণ করেছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ। তাদের বিশ্লেষনে দুই বাংলাদেশী ক্রিকেটার মুশফিক ও মোস্তাফিজকে দলে ভেড়াতে পারে এমন তিন ফ্র্যাঞ্চাইজির কথা উল্লেখ করেছেন তারা।
সেই তিন ফ্র্যাঞ্চাইজি হলো-
১. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- নিলামের আগে স্কোয়াড- (মোট ১৩, ওভারসিজ ২)- এবি ডি ভিলিয়ার্স, দেভদূত পাডিক্কাল, গুরকিরাত সিং, মইন আলি, মোহাম্মদ সিরাজ, নভদ্বীপ সাইনি, পার্থিব প্যাটেল, পাওয়ান নেগি, শিভাম দুবে, উমেশ যাদব, ভিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল।
ভারতীয় পেসাররা আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলে। তবে ডেথ বোলিং মাথায় রাখলে ওভারসিজ সিমার দরকার দলটির। দলটির ওভারসিজ স্লট খালি ৬ টি। যাদের মধ্যে একজন ঢুকবেন ব্যাঙ্গালোরের স্কোয়াডে- প্যাট কামিন্স, শেলডন কটরেল, মুস্তাফিজুর রহমান, ক্রিস জর্ডান, টম কারেন, অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন।
২. দিল্লি ক্যাপিটালস- নিলামের আগে স্কোয়াড- (মোট ১৪, ওভারসিজ ৩)- আজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আবেশ খান, আক্সার প্যাটেল, হারশাল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, কিমো পল, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, রিশাব পান্ট, সন্দ্বীপ লামিছানে, শিখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ার। কাগিসো রাবাদার ব্যাক আপ হিসাবে একজন ওভারসিজ বাঁহাতি সিমারের দিকে বা জোরে বল করতে পারা পেসারের দিকে ঝুকতে পারে দিল্লি ক্যাপিটালস।
সেক্ষেত্রে শেলডন কটরেল, মুস্তাফিজুর রহমান, প্যাট কামিন্স, অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন, অ্যানরিখ নর্টজে, ডেল স্টেইন, কেসরিক উইলিয়ামসদের দিকে নজর থাকবে তাদের।
রিশাব পান্টের ব্যাক আপ হিসাবে একজন উইকেটরক্ষক দলে নিতে চাইবে দিল্লি। সেক্ষেত্রে বিষনু বিনোদ, অঙ্কুশ বাইন্স, নামান ওঝা, কুশল পেরেরা, হেইনরিখ ক্লাসেন, মুশফিকুর রহিমদের দিকে নজর রাখবে দলটি।
৩. কোলকাতা নাইট রাইডার্স- নিলামের আগে স্কোয়াড- (মোট ১৪, ওভারসিজ ৪)- আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, হ্যারি গার্নি, কমলেশ নাগারকোটি, কুলদ্বীপ যাদব, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রদীশ কৃষ্ণা, রিংকু সিং, সন্দ্বীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুবমান গিল, সিদ্ধেশ লাড ও সুনীল নারাইন।
দলে লকি ফার্গুসন থাকলেও আরো এক পেসার বা সিমারের দিকে ঝুকতে পারে দলটি। সেক্ষেত্রে প্যাট কামিন্স, শেলডন কটরেল, ডেল স্টেইন, মুস্তাফিজুর রহমান, ক্রিস জর্ডানদের দিকে নজর থাকবে দলটির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।