স্পোর্টস ডেস্ক : আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। ক্যাম্প শুরুর আগে নিয়ম মেনে তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে কয়েক ধাপে। ৪৫ জন তরুণ ক্রিকেটারের মধ্যে প্রথম ধাপে (রবিবার) ১৫ ক্রিকেটার ও ১২জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে নেগেটিভ এসেছে সবার রিপোর্ট।
এই সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিকেএসপিতে নিয়ে যাওয়া হবে। মঙ্গরবার দ্বিতীয় ধাপে কিছু ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষার তৃতীয় ধাপ শেষ হবে আগামী বৃহস্পতিবার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আলহামদুল্লিহা সবার নেগেটিভ এসেছে। প্রত্যেককে বিকেএসপি পাঠানো হবে। সূচি অনুযায়ী বাকি ক্রিকেটারদের পরীক্ষা শেষে তাদের ব্যাপারেও আমাদের একই ব্যবস্থাপনা থাকবে।’
বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট থেকে। চলমান করোনা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে চার সপ্তাহ। ২৩ আগস্ট থেকে শুরু করে যা চলবে ১৮ সেপ্টেম্বর।
পুরো দেশকে চারটি জোনে ভাগ করে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ইয়ুথ ক্রিকেট লিগ আয়োজন করে থাকে। ওই লিগ থেকেই মূলত ভবিষ্যতের সাকিব-মুশফিকদের আবিষ্কার করেন নির্বাচকরা। কিন্তু এবার করোনার কারণে লিগটি শেষ না হওয়াতেই মূলত দল নির্বাচন করতে পারেনি বিসিবি। বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্পের মাঝেই আটটি ম্যাচ খেলবে আকবর আলীদের উত্তরসূরিরা। ওই ম্যাচগুলোর পারফরম্যান্স দেখেই ৪৫ জন থেকে ২৫-৩০ জনের দলে নামিয়ে আনবেন নির্বাচকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।