স্পোর্টস ডেস্ক : টেস্টে টানা হেরে আসছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে সেই বৃত্ত ভাঙতে চায় তারা। তবে শুরুটা শুভ হলো না। সূচনালগ্নেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছেন টাইগাররা। শেষ খবর পর্যন্ত ২ উইকেটে ১৬ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।
শুক্রবার পিন্ডিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। ফলে প্রথমে ব্যাট করতে নামে মুমিনুল হকের বাংলাদেশ।
ভূমিকাতেই শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন অভিষিক্ত সাইফ হাসান। সেই রেশ না কাটতেই মোহাম্মদ আব্বাসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ড্যাশিং তামিম ইকবাল।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। একাদশে রয়েছেন এক স্পিনার ও তিন পেসার। দীর্ঘদিন পর ফিরেছেন রুবেল হোসেন।
এ নিয়ে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে দেশটি সফরে টেস্ট খেলেন টাইগাররা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে অংশ নিয়ে ৯টিতেই পরাজিত হয়েছেন টাইগাররা। বাকি ম্যাচটি ড্র হয়েছে।
স্কোর বাংলাদেশ-১৬/২ (৯ ওভার)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।