বিনোদন ডেস্ক : বলিউডে যখন প্রথম ক্যারিয়ার শুরু করেছিলেন, তখন কেমন অভিজ্ঞতা কেমন ছিল? পরিচালকরাই বা তাঁর সঙ্গে কেমন ব্যবহার করতেন? সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়া।
তিনি বলেন, বলিউডে যখন কেরিয়ার শুরু করেন, তখন কিছু বুঝতে পারতেন না তিনি। এমনকী, এমন অনেক গিয়েছে, যখন পরিচালকরা তাঁকে দেখে চিৎকার করে উঠতেন। শুধু চিৎকারই নয়, পরিচালকরা তাঁকে অনেক সিনেমা থেকেও বের করে দিতেন বলে জানান পিগি চপস। প্রিয়াঙ্কার ওই মন্তব্য শোনার পরই জোর গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে যখন তাঁর সঙ্গে এই বিষয়গুলি ঘটত ক্রমাগত, তখন তাঁকে কেউ চিনতেন না বলেও জানান প্রিয়াঙ্কা চোপড়া।
মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করার পর, আপাতত মার্কিন মুলুকেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারের পরবর্তী সিনেমা ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এর প্রথম পোস্টার। এই সিনেমায় প্রিয়াঙ্কা এবং ফারহানের সঙ্গে রয়েছেন জায়রা ওয়াসিমও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।