শুল্ক কমানো ও বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করতে আজ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। দুই দিনের এ সফরে প্রতিনিধিদলটি বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউএসটিআরের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইতোমধ্যেই একটি বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। এবার তা নিয়ে বিস্তারিত দর-কষাকষি ও সংশোধন শেষে চূড়ান্ত রূপ দেওয়া হবে।
এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছিলেন, বর্তমানে ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনার বিষয়ে আলোচনা চলছে।
চূড়ান্ত চুক্তি হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।