বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর মার্কিন সরকারের আরোপিত শুল্কের জেরে আইফোনের দাম কয়েকগুণ বেড়ে যেতে পারে। সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে আইফোনের দাম ছাড়িয়ে যেতে পারে সাড়ে ৩ হাজার ডলার। বর্তমানে একটি আইফোন ১ হাজার ডলারে পাওয়া যায়।
প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশ থেকে উৎপাদন সংশ্লিষ্ট চাকরি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনায় কম্পানিগুলোকে উৎসাহিত করতে শুল্ক আরোপ করেছে মার্কিন সরকার।
ট্রাম্প প্রশাসনের বিশ্বাস এর ফলে দেশটিতে বিপুল কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতির গতি বেগবান হবে। তবে এই সিদ্ধান্ত মোবাইল ফোনের দাম অনেক বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল যদি যুক্তরাষ্ট্রে তাদের ফোনগুলো তৈরি করে তবে একটি আইফোনের দাম গিয়ে দাড়াতে পারে সাড়ে ৩ হাজার ডলারে। একই ফোন বর্তমানে ১ হাজার ডলার পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রে উন্নত কারখানা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের উচ্চ ব্যয়ের কারণে এই মূল্যবৃদ্ধি হবে বলে মত বিশ্লেষকদের।
অ্যাপল তাদের সিংহভাগ আইফোন চীনে অবস্থিত তাদের কারখানায় উৎপাদন করে। সেখানে শ্রমিকের ব্যয় অনেক কম। অন্যদিকে একই মোবাইল যুক্তরাষ্ট্রে তৈরি করতে হলে নতুন কারখানা স্থাপন, সরবরাহ চেইন স্থাপনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে।
সিএনএন বলছে, চীন থেকে অ্যাপলের সরবরাহ চেইনের একটি ক্ষুদ্র অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করতে হলেও অন্তত ৩ বছর ও ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
অ্যাপল তাদের আইফোন তৈরিতে এশিয়ার কয়েকটি দেশের ওপর অতিনির্ভরশীল। আইফোনের ডিসপ্লে আসে দক্ষিণ কোরিয়া থেকে, তাইওয়ান থেকে আসে চিপ। এই সমস্ত যন্ত্রাংশ চীনা কারখানায় একত্রিত করা হয় এবং তারপর বিশ্বব্যাপী আইফোন সরবরাহ করা হয়। আন্তর্জাতিক এই সরবরাহ চেইনের ফলে উচ্চ মুনাফা করতে পারে অ্যাপল।
শুল্ক ঘোষণার পর অ্যাপলের শেয়ারের দাম কমেছে ২৫ শতাংশ। এমন পরিস্থিতিতে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প খুঁজতে শুরু করেছে কোম্পানিটি। এজন্য শুল্ক কম থাকা ব্রাজিল এবং ভারত যেখানে শুল্ক অপেক্ষাকৃত কম এমন দেশের দিকে নজর দিয়েছে তারা। অ্যাপল তাদের উৎপাদন যুক্তরাষ্ট্রে না নিয়ে এসব দেশে নিলেও আইফোনের দাম বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।