স্পোর্টস ডেস্ক : পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের সঙ্গে ‘গোল’ কথাটা সমার্থক। সেই সঙ্গে প্রতিটি গোলের জন্য তাঁর উৎসবের ভঙ্গি বিশেষভাবে চিহ্নিত এবং তাঁর ভক্তদের কাছে তা স্থায়ী বিনোদনের এক দৃশ্য। সবাই জানেন, গোল করলেই শূন্যে লাফিয়ে উঠবেন পর্তুগীজ মহাতারকা। এবং মাটিতে নেমেই দু’হাত ছড়িয়ে এক বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে পড়বেন। মুখ থেকে বেরিয়ে আসবে ‘সি’ শব্দটা। ইংরাজিতে যার অর্থ ‘ইয়েস’ (হ্যাঁ)।
বহুদিন থেকে ফুটবল মহলে জল্পনা চলছিল, রোনালদোর গোলের উৎসবের এহেন ভঙ্গিমার উৎসটা কোথায়, তা নিয়ে। রিয়াল মাদ্রিদে খেলার সময় প্রায় বছর ছয়েক আগে এভাবে গোলের উৎসব পালন করেছিলেন তিনি। তারপর থেকে একইভাবে গোলের উৎসব করে যাচ্ছেন। রিয়ালের পরে জুভেন্টাসেও। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার সময়ও।
গোলের এহেন উৎসব নিয়ে এই প্রথম মুখ খুললেন রোনালদো নিজে। এক নামী ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার ওয়েবসাইটকে রোনালদো বলেছেন, এভাবে উৎসব করাটা তিনি কারও কাছ থেকে শেখেননি। পুরোটাই স্বাভাবিক, সহজাতভাবে নিজে থেকেই এসেছে। সেই উৎসব জনপ্রিয় হওয়ায় বারবার তা করেও যাচ্ছেন। রোনালদো বলেছেন, ‘২০১৩ সালে রিয়ালে খেলার সময় আমরা একবার যুক্তরাষ্ট্র সফরে যাই। সেখানে একটা ম্যাচ ছিল চেলসির সঙ্গে। আমি নিজেও জানি না, কীভাবে ওইভাবে গোলের পরে হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লাম। পুরো ব্যাপারটাই নিজে থেকে ঘটেছিল। এটার জন্য কোনও মহড়ার দরকার হয়নি। হঠাৎই করে ফেলেছিলাম। ওই ম্যাচে গোল করার পরে স্বাভাবিকভাবেই সেটা ঘটেছিল।’
রোনালদো সঙ্গে যোগ করেছেন, ‘ঘটনাটা ঘটে যাওয়ার পরে বুঝলাম সত্যিই ব্যাপারটা উপভোগ করেছি। তারপরেই ওই রকম করতে শুরু করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



