জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস বিস্তার প্রতিরোধের উদ্দেশ্যে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় পরীক্ষামূলক করোনাভাইরাস নিস্ক্রিয়করণ চেম্বার স্থাপন করল স্থানীয় যুব সংঘ “RUN-25”। এই চেম্বারে প্রবেশের মাধ্যমে, কোনো মানুষের গায়ে যদি করোনাভাইরাসের জীবাণু লেগে থাকে তবে তা স্প্রের মাধ্যমে নিস্ক্রিয় হবে বলে আশা করা হয়। এই উদ্দেশ্যেই জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া এলাকার জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করে স্থানীয় যুব সংঘ “RUN-25” এই উদ্যোগটি গ্রহণ করে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি উপস্থিত থেকে এই পরিক্ষামূলক করোনাভাইরাস ডিজইনফেকশন চেম্বারটি উদ্বোধন করেন। এ সময় “RUN-25” এর সভাপতি মনিরুজ্জামান চৌধুরীসহ ক্লাবটির অন্যান্য সদস্যগণ উপস্থিত থেকে এই ডিজইনফেকশন চেম্বারটির কার্যক্রম পরিচালনা করেন।
স্ব্যাস্থ্য অধিদপ্তরের অনুমতি এবং পরামর্শ পেলে করোনাভাইরাসের বিস্তার কমাতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকার মূল সড়কের পাশে এবং কাচাবাজারগুলোর সামনে এই করোনাভাইরাস নিষ্ক্রীয়করণ চেম্বার স্থাপনের পরিকল্পনা নিয়ে আরো বড় পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ক্লাবটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।