শেখ রাসেল-শেখ জামাল ক্লাব নিয়ে ক্রীড়া উপদেষ্টা যা বললেন

প্রিমিয়ার ফুটবল লিগ

জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনা সরকার পতনের পর প্রিমিয়ার ফুটবল লিগে কয়েকটি ক্লাবের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্র তো চিঠি দিয়ে খেলতে অপারগতা প্রকাশ করেছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও একই অবস্থা। এ দুটি ক্লাবের স্পন্সর বসুন্ধরা গ্রুপও আর বিনিয়োগ করবে না বলে জানা গেছে। এই অবস্থায় খেলোয়াড়েরা পড়েছেন বিপাকে। এ প্রসঙ্গে আজ রবিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করে বাফুফে ইতিবাচক বার্তা পেয়েছে।

প্রিমিয়ার ফুটবল লিগ

সচিবালয়ে দেখা করার পর বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মাননীয় উপদেষ্টার কাছে বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনটি দলের না খেলার সম্ভাবনার কথা জানাই। উপদেষ্টা মহোদয় আমাদের জানিয়েছেন, স্পন্সরশিপ ক্লাবগুলোর দায়িত্ব। এটা ক্লাবগুলোরই করা উচিত।’

তিনি আরও বলেন, ‘তিনি বলেছেন, শেখ জামাল, শেখ রাসেল- এই নামগুলো নিয়ে কোনও সমস্যা নেই। তারা ক্লাবগুলোর নিরাপত্তাসহ যে কোনও সহযোগিতা করবেন।’

৬০ জেলা পরিষদ চেয়ারম্যান ও ৪৯৫ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

এরপর ইমরান হোসেন আরও বলেছেন, ‘ক্লাবগুলোর কর্মকর্তাদের নাম নিয়ে স্পন্সরদের একটা সংশয় ছিল। যার প্রেক্ষিতে শেখ জামাল ক্লাবে ভাঙচুর হয়েছে। অনেকেই অনানুষ্ঠানিকভাবে বলেছেন, নামটা পরিবর্তন করা যায় কিনা। এই পুরো বিষয়টা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং ক্লাবগুলোকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। নাম পরিবর্তন করতে হলে আমরা অবশ্যই সহযোগিতা করবো। আগামীকাল পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে আমরা আরও বিস্তারিত বলতে পারবো।’