জুমবাংলা ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন রেহানা সকাল ১১টা ৫৩ মিনিটে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শেখ রেহানা জানান, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হচ্ছে।’
এ সময় সব নাগরিককে ভোট দিতে আহ্বান জানান তিনি।
এর আগে আজ (৭ জানুয়ারি) সকালে ঢাকা সিটি কলেজে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও তার সঙ্গে ছিলেন।
এবারের নির্বাচনে রয়েছে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল। তবে অংশ নিচ্ছে না বিএনপি ও সমমনারা। ২৯৯টি আসনের মধ্যে ২৬৬টিতে লড়ছে ক্ষমতাসীনরা। যাতে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।