জুমবাংলা ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহামারি কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন।
আজ সোমবার আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষ্যে লেখা ওই চিঠিতে মোদি বলেন, আমি এখনো আশাবাদী যে মানবজাতি শিগগিরই এই মহামারি কাটিয়ে উঠবে।
এ বছর আন্তর্জাতিক ইয়োগা দিবসের প্রতিপাদ্য হলো- সুস্থতার জন্য ইয়োগা। চিঠিতে মোদি দিবসটি সাফল্যমণ্ডিত করতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সামনের বছরগুলোতেও শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক ইয়োগা দিবস উৎসাহের সঙ্গে উদযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোদি।
চিঠিতে মোদি লিখেছেন, গত বছরের মতো এবারও করোনা মহামারির মধ্যে দিবসটি পালিত হচ্ছে। মহামারির বিরুদ্ধে করোনা যোদ্ধারা অসাধারণ লড়াই করেছে বলে জানিয়েছেন মোদি। ভারতের জনগণকে মহামারি থেকে রক্ষা করতে টিকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



