জুমবাংলা ডেস্ক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নতুন কমিটির সম্পাদক পদসহ বেশকিছু খালি পদ সভা শেষে চূড়ান্ত হতে পারে।

আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম সভা আজ সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। এখনো কমিটির কয়েকটি সম্পাদক পদসহ বেশকিছু পদ খালি রয়েছে।
গত ২১শে ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে শেখ হাসিনা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


