গত ১২ই সেপ্টেম্বর বাজারে আইফন ১৫ সিরিজের স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা দিয়েছে অ্যাপল। সেপ্টেম্বরের বাইশ তারিখে বিশ্বব্যাপী অ্যাপলের আইফোন লঞ্চ করার কথা থাকলেও তার আগে প্রতিষ্ঠানটি বেশ ধাক্কা খেয়েছে। কারণ শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেছে তাদের ২০ হাজার কোটি ডলার।
চীনে ঘোষণা দেওয়া হয়েছে যে, অ্যাপল সহ বিদেশি ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। এ ঘটনার পর এখন অ্যাপল শেয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে চীনা ব্র্যান্ডের পণ্যের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এটি ছিল পাল্টা জবাব।
সম্ভবত এই কারণেই প্রতিষ্ঠানটির সব ধরনের ফোন ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। গত বছর অ্যাপলের মোট আয়ের আঠারো শতাংশ এসেছিল চীন থেকে। আইফোন নিষিদ্ধ করার পর অ্যাপেলের শেয়ার কমতির দিকেই রয়েছে।
অ্যাপলের সবচেয়ে বড় বাজারের তালিকায় তিন নম্বরে রয়েছে চীনের মার্কেট। কাজেই সেখানে অ্যাপলের স্মার্টফোন বিক্রি নিষিদ্ধ হওয়া মানে তাদের জন্য বেশ লোকসানের বিষয়। গত চার মাসে যুক্তরাষ্ট্র থেকে চীনের মার্কেটে বেশি স্মার্টফোন বিক্রি করতে সক্ষম হয়েছে অ্যাপল।
আবার ধারনা করা হচ্ছে যে, জনপ্রিয় কোম্পানি হুয়াওয়ে তাদের নতুন স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছে। ঠিক এ কারণে অ্যাপলের স্মার্টফোনের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। এর আগে ২০১৯ সালে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।