জুমবাংলা ডেস্ক : শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারী) বেলা ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্র্শীরা জানান, সোমবার বেলা দুইটার দিকে আনোয়ারের প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলেন- আনোয়ার কবীরের প্লাস্টিকের শো-রুম, শামীম ফরাজীর মুদির দোকান ও গোউডান, সামিদুলের মনোহারী দোকান, মনি লালের মুদির দোকান ও গোডাউন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুরর হমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।