Advertisement
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সময়ই তিনি বলেছিলেন, ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেই তিনি অবসর নিতে চান। কিন্তু তার সেই ইচ্ছের মূল্য দিল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ভারতীয় দল। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ দেওয়া হয়েছে ক্রিস গেইলকে।
জানা গেছে, টি-২০ ক্রিকেটের সম্রাট গেইলের উপর টেস্ট ক্রিকেট নিয়ে ভরসা রাখতে নারাজ ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। তাই জীবনের শেষ টেস্ট ম্যাচ আর ঘরের মাঠে খেলা হল না গেইলের।
২০০০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল গেইলের। শেষ টেস্ট খেলেছেন বছর পাঁচেক আগে বাংলাদেশের বিরুদ্ধে। ১০৩টি টেস্ট খেলে ৭২১৪ রান করেছেন গেইল। সর্বোচ্চ রান ৩৩৩। কিন্তু ধীরে ধীরে টি-২০ ক্রিকেটে মন দিয়েছেন গেইল।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.