
চাকরিজীবনের শেষ কর্মদিবসেই সহকর্মীদের চোখের সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফজলুল করিম (৬০), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন জানান, শুক্রবার (৩১ অক্টোবর) ছিল তার আনুষ্ঠানিক শেষ কর্মদিবস, তবে সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবারই ছিল শেষ অফিসের দিন। ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফজলুল করিম রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯৩ সালে মিরের দেউলমুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ার পর তিনি হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। পরবর্তীতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সহকর্মীরা জানান, সদা হাস্যোজ্জ্বল ও দায়িত্বশীল এই শিক্ষক দীর্ঘ তিন দশকের শিক্ষাজীবন শেষ করার আগমুহূর্তেই চলে গেলেন সবাইকে না জানিয়েই। বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় তার মৃত্যুর পর।
কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, তার এমন মৃত্যুর সংবাদ শুনে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। আজ শুধু চাকরি থেকে না, তিনি পৃথিবী থেকেই বিদায় নিয়ে গেলেন। তার এই মৃত্যুর শোকে কাতর পরিবার, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 

