স্পোর্টস ডেস্ক : একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় জিতেও যেতে পারে জিম্বাবুয়ে। জিতে গেলে খাদের কিনারা থেকেও ফিরে আসার এক মহাকাব্য লিখে ফেলত রোডেশিয়ানরা। তবে তা হতে দেন নি টাইগার বোলাররা, ব্যর্থ করে দিয়েছেন মাধাভিরা ও সিকান্দার রাজার লড়াই। জিম্বাবুয়েকে ৩১৮ রানে আটকে ফেলে ম্যাচের পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ পকেটে ভরল বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে চাই দুর্দান্ত শুরু। নিশ্চিতভাবেই তা পায় নি জিম্বাবুয়ে। দলীয় মাত্র ১৫ রানেই ওপেনার চাকাভাকে তুলে নেন শফিউল, দলীয় ৪৪ রানে দুর্দান্ত এক রান আউটের শিকার হন ব্রেন্ডন টেইলর। এক পর্যায়ে ২৪ ওভারে চার উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তোলে মাত্র ১০২ রান, জয়ের সম্ভাবনা তখন সুদূর পরাহত।
এখান থেকে জিম্বাবুয়েকে টেনে তোলেন মাধাভিরা ও সিকান্দার রাজা। মাধাভিরা করেন ৫২ ও সিকান্দার ৬৬। দু’জনেই খেলেছেন ঝড়ো গতিতে। ঝড়ের গতি আটকালেন অধিনায়ক স্বয়ং মাশরাফি বিন মুর্তজা। সিকান্দার ফিরে যাওয়ার পর তিরিপানো ২৮ বলে ৫৫ রানের ও মুতোম্বোদজি ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলে জিম্বাবুয়েকে পৌঁছে দিয়েছিলেন জয়ের খুব কাছে তবে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে তাঁদের, শেষ বলে ছয় রানের হিসাব মেলাতে পারেন নি তিরিপানো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।