স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সামনে সুযোগ সফরকারী জিম্বাবুয়েকে ‘ক্লিন সুইপ’ করার, অন্যদিকে সফরকারীদের লক্ষ্য পুরো সফর থেকে অন্তত একটি ম্যাচ জেতা। এমনই লক্ষ্য নিয়ে আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে মাত্র ১২০ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে।

আজ সন্ধ্যায় মিরপুরে টসে জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের প্রথম ম্যাচটি আগে ব্যাটিং করা জেতায়, আজ পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অর্থাৎ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্তের কথা জানিয়ে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে।
উল্লেখ্য, এবারের বাংলাদেশ সফরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও পা’ত্তা পায়নি সফরকারীরা। আর এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ৪৮ রানের বড় ব্যবধানে হেরেছে শন উইলিয়ামসের দল। তাই আজকের ম্যাচটি জিতে অন্তত একটি জয় নিয়ে বাড়ি ফেরার ইচ্ছে জিম্বাবুয়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


