স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ থেকেই অফ ফর্মে রয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের এ ওপেনার শ্রীলংকা সিরিজেও ফর্মে ফিরতে পারেননি। দুই ম্যাচেই বোল্ড হয়ে যাওয়া জাতীয় দলের বর্তমান এ অধিনায়ক করেন মাত্র ১৯ রান।
তার পারফরম্যান্সের বাজে প্রভাব দলের ফলাফলের ওপরও পড়েছে। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই খেলায় হেরে ট্রফি হাতছাড়া করা টাইগার দলটি হোয়াইটওয়াশের আশঙ্কায় পড়েছে।
নিজের অফ ফর্ম থেকে ফেরার কৌশল জানতে বাংলাদেশ দলের সাবেক ও শ্রীলংকার বর্তমান কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে সোমবার কলম্বোর হোটেলে দেখা করে পরামর্শ নেন তামিম।
সম্প্রতি বাজে ফর্মে থাকা তামিম সবশেষ ছয় ম্যাচেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। শ্রীলংকায় সিরিজের প্রথম খেলায় লাসিথ মালিঙ্গার ইয়র্কারে উইকেটের ওপর পড়ে যান। দ্বিতীয় ম্যাচে ইসুরু উদানার বলে বোল্ড হন এ ওপেনার।
বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসকে বিদায় করে দেয় বিসিবি। একই কারণে চাকরি ঝুলছে হাথুরুসিংহের। শ্রীলংকান ক্রিকেট বোর্ড তাকে ছাঁটাই করতে চাইছে। বাংলাদেশের ক্রিকেটে গুঞ্জন আবারও জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হতে পারে হাথুরুসিংহকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।