স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠেছে জাপান ও স্পেন। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো কোস্টারিকা ও জার্মানিকে।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুই ম্যাচের খেলাই শুরু হয়েছিল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায়। স্পেনের মুখোমুখি হয়েছিল জাপান, আর কোস্টারিকার মুখোমুখি জার্মানি।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি ম্যাচে স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা চার দলেরই সুযোগ ছিল নকআউটে যাওয়ার। ক্ষণে ক্ষণে রঙ বদলে এই গ্রুপের শেষ দুই ম্যাচ উপহার দিলো কাতার বিশ্বকাপের অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর এক দিনের।
স্পেনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জাপান। তবে স্পেন হারলেও ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দলটি। অন্যদিকে কোস্টারিকার সঙ্গে ৪-২ গোলে জয়ের পরও গ্রুপ পর্ব পার হতে পারল না মানুয়েল নয়্যারের জার্মানি।
তাদের ভাগ্য মূলত নিজেদের হাতে ছিল না। কোস্টারিকাকে হারালেও গ্রুপের অন্য ম্যাচে স্পেন হারলেও বাদ পড়তে হতো তাদের। আর তেমনটাই হলো। স্পেনের সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের কারণে পরের রাউন্ডে যেতে পারল না জার্মানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।