বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী প্রথমবারের মতো কাজ করেছেন ভৌতিক ছবি ‘ডেঞ্জার জোন’-এ। এই ছবিতে তিনি জুটি গড়েছেন নায়িকা জলির সঙ্গে। সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পের মিশেলে ছবিটি নির্মাণ করছেন বেলাল সানি।
২০১৭ সালের ২৮ মার্চ রাজধানীর একটি রেস্টুরেন্টে ছবিটির মহরত হয়। ওই বছরের অক্টোবর মাসে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। প্রশংসা পেয়েছিল ‘ডেঞ্জার জোন’ সিনেমার প্রথম পোস্টার। সাইন্স ফিকশন ও ভৌতিক ঘরানার ছবিটির শুটিং কোনো এক কারণে আটকে ছিল অনেক দিন। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবার শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
বর্তমানে গাজীপুরের পুবাইলে ছবিটির শুটিংয়ে অংশ নেন বাপ্পী। ছবিটির শুটিং বর্তমানে শেষের পথে রয়েছেন বলে জানিয়েছেন পরিচালক। ২৫ জুলাইয়ের মধ্যে ছবির শুটিং প্রায় শেষ হয়ে যাবে বলেও জানালেন তিনি।
ছবিতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ। ‘ডেঞ্জার জোন’ প্রযোজনা করছেন সাকসেস মাল্টিমিডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।