বিনোদন ডেস্ক: রাজস্ব আইন ও বিধি না মানায় ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহির অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করে এনবিআরের মূসক বাস্তবায়ন শাখা।
অন্যদিকে আগামী ১৮ নভেম্বর নোরা ফাতেহির অনুষ্ঠানকে কেন্দ্র করে টিকিটও বিক্রি করেছে আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন।
দেশে বিদেশী কোনো শিল্পীর অনুষ্ঠানের জন্য ভ্যাট বিভাগীয় দপ্তরে ঘোষণা প্রদান, ব্যাংক গ্যারান্টি জমা ও অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। নোরা ফাতেহিকে দেশে আনার ক্ষেত্রে সেসব নিয়ম না মানায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এনবিআরের দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুস সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এনবিআর জানায়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের চলচ্চিত্র ও অন্যান্য ক্ষেত্রে অভিনয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমতি দেয়। এ বছর ৭ নভেম্বরের দৈনিক পত্রিকার খবরের মাধ্যমে এনবিআর জানতে পারে, ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিতে ১৮ নভেম্বর বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে আসার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এরপর কর ছাড়া বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি তারকাদের বাংলাদেশে আগমনে আপত্তি জানায় এনবিআর।
এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ মোতাবেক বিদেশী শিল্পীদের যেকোনো অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে চুক্তিপত্রে উল্লেখিত পারিশ্রমিক ছাড়াও বিমান ভাড়া, থাকা খাওয়াসহ অন্য খরচের পরিশোধিত ও অপরিশোধিত মোট অর্থের ওপর ৩০ শতাংশ উৎসে আয়কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।