জুমবাংলা ডেস্ক : গত এক বছর যাবত শেয়ারবাজার থেকে বিনিয়োগকারী কমার খবরই আসছে। আইপিওর নতুন পদ্ধতি চালু করার পর থেকে প্রতি মাসেই বিনিয়োগকারী কমার খবর চাউর হচ্ছে। তবে এবার নতুন বিনিয়োগকারীর যোগ হওয়ার খবর দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সদ্য সমাপ্ত আগস্ট মাসে শেয়ারবাজারে মোট ১৯ কর্মদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে বেশিরভাগ দিনই সূচকের উত্থান হয়েছে। মন্দাভাব কাটিয়ে উত্থানে ফেরায় শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। যে কারণে আগস্ট মাসে নতুন করে প্রায় সাড়ে ৯ হাজার বিনিয়োগকারী শেয়ারবাজারে এসেছে।
সিডিবিএলের তথ্য মতে, গত ৩১ জুলাই দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ছিল ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টি। সেখান থেকে ৯ হাজার ৪৫৭টি বেড়ে ৩১ আগস্ট দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৩৪১টিতে।
প্রতিষ্ঠানটি জানায়, শেয়ারবাজারে দুই ধরনের বিনিয়োগকারীদের মধ্যে ৩১ জুলাই দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৫৩ হাজার ৮০৯টি। আর বিদেশি বিনিয়োগকারীদের বিওর সংখ্যা ছিল ৬৪ হাজার ২৬১টি। এছাড়া ১৫ হাজার ৮১৪টি কোম্পানির বিও হিসাব ছিল।
এক মাস পর অর্থাৎ ৩১ আগস্ট দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ১০ হাজার বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৩ হাজার ৮৭৭টি। তবে এই সময়ে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কিছুটা কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫১৯টিতে। আর কোম্পানির বিও হিসাব কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৪৫টিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।