Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home শোবিজ অঙ্গনে কোন জেলার নায়িকা বেশি
বিনোদন

শোবিজ অঙ্গনে কোন জেলার নায়িকা বেশি

Tarek HasanFebruary 10, 20254 Mins Read
Advertisement

বিনোদন ডেস্ক : বাংলাদেশের শোবিজ অঙ্গনে কোনো অঞ্চলের নায়িকা বেশি? এই প্রশ্নের উত্তর একটি প্রবাদ ভেসে বেড়ায়, ‘নায়িকার ঘাঁটি খুলনার মাটি’। সত্যিই কি তাই? খুলনার নায়িকারাই কি রাজত্ব করেছেন রুপালি পর্দায়? উত্তরটা হচ্ছে, হ্যাঁ। বিষয়টি এমনই। দেশের শোবিজ অঙ্গনে খুলনার মেয়েরাই আলো ছড়িয়েছেন বেশি।

actors

চলচ্চিত্র ও নাটকে আসা বেশির ভাগ নায়িকাই দেশের এ অঞ্চলের। সুচন্দা-ববিতা-চম্পা থেকে শুরু করে শাবনূর-মৌসুমী-পপি-কেয়া, এমনকি হালের পরীমণি-আঁচল-পূজা চেরী সবাই খুলনা অঞ্চলের। আলাউদ্দীন মাজিদের প্রতিবেদনে উঠে এসেছে খুলনার সংস্কৃতিমনা অভিনেত্রীদের ইতিকথা।

চলচ্চিত্রে খুলনার মেয়েরাই কেন বেশি? এ প্রসঙ্গে নিজের অভিমত জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ববিতা।

তিনি বলেন, ‘আমরা খুব রক্ষণশীল পরিবারে বড় হয়েছি। তবে সংস্কৃতি আর শিক্ষাদীক্ষার দিক থেকে বাবা-চাচারা, বিশেষ করে আমার আম্মা ও চাচিরা ছিলেন উদার। পরিষ্কার করে বলতে গেলে আমাদের এলাকার মানুষ খুব সংস্কৃতিমনা। একটু খোঁজ নিলে দেখা যাবে এ অঞ্চলের মানুষ যত গরিবই হোক, বাসায় একটা হারমোনিয়াম বা ঢোল-তবলা আছে।

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলাধুলার পাশাপাশি একটা নাটক বা নাটিকা মঞ্চায়ন করা হয়। ছোটবেলায়ই এ অঞ্চলের মেয়েরা গান-বাজনা-অভিনয় শিখে ফেলে।’

চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ বলেন, ‘নায়িকাদের যেমন চেহারা বা শারীরিক গঠন পছন্দ করে দর্শক সেটা খুলনার মেয়েদের সবচেয়ে বেশি আছে। খুলনা থেকে আজ পর্যন্ত যত মেয়ে চলচ্চিত্রে এসেছে, অভিনয় প্রতিভার পাশাপাশি প্রত্যেকেরই চেহারা সুন্দর। কেউ কেউ বিখ্যাত তার হাসির জন্য, কেউ চঞ্চলতায়।

’
ঢাকাই চলচ্চিত্রে আরও একটি প্রবাদ প্রচলিত আছে, সেটা হলো- ‘নায়িকা যদি খুলনার হয় তাহলে ছবি হিট!’ কেউ কেউ মজা করে বলেন, ‘খুলনার মাটি নায়িকার ঘাঁটি’। পরিসংখ্যানও সে কথাই বলে। যার সর্বশেষ প্রমাণ পরীমনি। প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই ২৭টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে এটা রেকর্ড। কী আছে পরীর মধ্যে? ‘অন্তর জ্বালা’র পরিচালক মালেক আফসারী বলেন, ‘পরী বলতে আমরা কল্পনায় যেমন নারীকে ভাবি, বাস্তবেও ঠিক তেমন দেখতে পরীমনি। সে ক্যামেরার সামনে দাঁড়ালেই আলাদা একটা রোশনাই চলে আসে। পর্দায় ওর মতো সুন্দরী নায়িকা দ্বিতীয়টি আর নেই। ওর হাসি, অভিনয়, চেহারা, তিনটি দিকই নজরকাড়া। আমার তো মনে হয় পরীকে এখনো সেভাবে কেউ কাজে লাগাতে পারেনি। আমার ছবিতে স্বল্প উপস্থিতিতেই সে প্রমাণ করেছিল কত বড়মাপের অভিনেত্রী।’

শাবনূরের কথা উঠলেই নির্মাতারা এক কথায় বলেন, ‘অসাধারণ অভিনেত্রী’। সেই শাবনূরের বাড়িও খুলনা অঞ্চলে। সালমান শাহ, রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, মান্না থেকে শুরু করে শাকিব খান, সবার সঙ্গে জুটি গড়ে তিনি সফল। শাবনূরের অভিনয়গুণ নিয়ে প্রশংসা করেন নায়করাই। শাবনূরকে নিয়ে শেষ পাঁচটি ছবি নির্মাণ করেছেন জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক। তাঁর ‘দুই নয়নের আলো’ ছবি করেই প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এ অভিনেত্রী। মানিক বলেন, ‘বাংলাদেশে খুব কম নায়িকা আছেন যাদের ভেবে গল্প তৈরি করেন নির্মাতা। শাবানার পরে একমাত্র শাবনূরকে কেন্দ্র করেই ছবি তৈরি করেন প্রযোজক। শাবনূরকে একই সঙ্গে বলা হয় নায়ক ও নায়িকা। কারণ তাঁর ছবিতে তিনি একাই এক শ।’

খুলনা থেকে আরও এসেছেন- পপি, কেয়া, শাহনূর, আঁচল, মৌসুমী, মিষ্টি জান্নাত, পূজা চেরী, আফসানা মিমি, তমালিকা কর্মকার, নুসরাত ডায়না, নওরীন জেনী, জান্নাতুল ফেরদৌস পিয়া, পিয়া বিপাশাসহ অনেকে। খুলনার মেয়ে মৌসুমী বলেন, ‘খুলনার মেয়েদের মধ্যে চেষ্টাটা বেশি থাকে। ভালো কাজ করার ইচ্ছাটাও তাদের মধ্যে প্রবল। এ জন্যই চলচ্চিত্রে এসে সফল বেশির ভাগই খুলনার। প্রথম ছবি থেকে আজ পর্যন্ত যে ছবিগুলোতে আমি অভিনয় করেছি তার প্রতিটিই মনে রাখার মতো। কারণ পেশার সঙ্গে কখনো আপস করিনি। সেই শুরু থেকে সুচন্দা ম্যাডাম, ববিতা ম্যাডাম, চম্পা ম্যাডাম বা শাবনূর, প্রত্যেকের প্রোফাইল দেখলেই বোঝা যাবে তারাও ঠিক একই রকমভাবে ক্যারিয়ার ধরে রেখেছিলেন। ভালো গল্প, ভালো চরিত্র, ভালো পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন সবাই।’

চলচ্চিত্র ছাড়াও মিডিয়ার প্রতি বরাবরই খুলনার মেয়েদের আলাদা একটা টান, সেটা বোঝা যায় বিভিন্ন রিয়েলিটি শো দেখলে। এসব প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের মেয়েরাই সাড়া দেয় বেশি। এনটিভির আলোচিত রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন খুলনার মেয়ে লামিয়া মিমো। তিনি ছবি করেছেন শাকিব খানের সঙ্গে। তবে পরে খুব একটা মেলে ধরতে পারেননি নিজেকে। মিমো না পারলেও পূজা চেরীর মধ্যে দারুণ সম্ভাবনা দেখছেন হালের নির্মাতারা। চিত্রপরিচালক অনন্য মামুন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে পূজাই হতে পারে আগামী দিনের শাবনূর। তার মধ্যে সে চেষ্টাটা আছে।’

খুলনার ডুমুরিয়ার মেয়ে পূজা চেরী। ‘দহন’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমার পরিবার খুব সংস্কৃতিমনা। পরিবারের সবার আগ্রহ গান-বাজনা-অভিনয়ে। তাদের দেখেই আমার ভালো লাগার শুরু। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও আজ আমি দুই বাংলায় ছবি করছি। এটা অনেক ভাগ্যের। এখনো অনেক শেখার আছে। ভালো অভিনেত্রী হওয়ার জন্য যা যা করা দরকার তার কোনো কমতি রাখতে চাই না। খুলনার নামকরা অন্য সব অভিনেত্রীর পাশে আমার নামটাও দেখতে চাই আগামী দিনে।’

পরী চান সাদী, দরজার আড়াল থেকে উঁকি পরীমণির

এদিকে অনুসন্ধান করে দেখে গেছে- খুলনার পর ঢাকার মেয়েরাই চলচ্চিত্র ও নাটকে এসেছে বেশি। যেমন ঢাকা থেকে নায়িকা হওয়াদের তালিকায় রয়েছেন-বিপাশা হায়াত, সারা যাকের, রুম্মান রশীদ ঈশিতা, কেয়া পায়েল, অর্চিতা স্পর্শিয়া, শারলিন ফারজানা, ফারজানা মিলি, মুনমুন আহমেদ, ইফফাত তৃষা, জান্নাতুল সুমাইয়া হিমি, মুনমুন মুন, জেরীন খান রত্না, আইশা খান, নাদিয়া অর্ষা, তাসনুভা তিশা, মনিরা মিঠু, শবনম ফেরদৌসী, সালহা নাদিয়া, শাহতাজ মুনিরা, সাবেরী আলম, মৌসুমী নাগ, আফসানা বিন্দু, রোজী সিদ্দিকী, শর্মীমালা, সায়লা সাবি, সুজানা, মিথিলা, ফারজানা ছবি, শায়লা আমিনসহ আরও অনেকে। চিত্রপরিচালক কাজী হায়াৎ বলেন, শোবিজ জগতে খুলনা ও ঢাকার মেয়েদের আসার মূল কারণ হলো- এ দুই অঞ্চলের মেয়েরা ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠে এবং তাদের মন ও মননে সব সময় সংস্কৃতির প্রতি অদ্ভুত একটা টান থাকে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অঙ্গনে কোন জেলার নায়িকা, বিনোদন বেশি শোবিজ
Related Posts
গুগলে সবচেয়ে বেশি খোঁজা তারকা

২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যেসব তারকাদের

December 25, 2025
অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী

প্রেমের প্রস্তাব দেওয়ায় যুবককে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

December 24, 2025
গর্ভবতী

এই নায়িকারা বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন

December 24, 2025
Latest News
গুগলে সবচেয়ে বেশি খোঁজা তারকা

২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যেসব তারকাদের

অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী

প্রেমের প্রস্তাব দেওয়ায় যুবককে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

গর্ভবতী

এই নায়িকারা বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন

রুনা খান

সি-গ্রিন জামদানিতে মোহ ছড়ালেন রুনা খান

মেগান

২৭ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন মেগান

অভিনেতা আহমেদ শরীফ

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

মিষ্টি জান্নাত

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

শাকিল খান

‘বিবাহিত হিরো–হিরোইনের সিনেমায় আবেদন থাকে না’

মালতি চাহার

বাবার বয়সী নির্মাতা, ভাবিনি তিনি জোরপূর্বক এমনটা করবেন : মালতি চাহার

শ্রীনন্দা

ভেঙে গেল শ্রীনন্দার ১৬ বছরের সংসার

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.