বিনোদন ডেস্ক : আগামী ৫ সেপ্টেম্বর থেকে অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এর আগে, মাহি ব্যস্ত আছেন শাশুড়ির বুটিক হাউজ নিয়ে। বর্তমানে তিনি অবস্থান করছেন শ্বশুরবাড়ি সিলেটে।
মাহি বলেন, ‘আগামীকাল নগরীর কদমতলীতে আমার শাশুড়ির বুটিক হাউজ “সাজেদা কোউচার”র উদ্বোধন করা হবে। এর উদ্বোধনী আয়োজন শেষ করেই ঢাকায় রওনা হবো।’
অনলাইনে প্রচারণার জন্য মাহি ইতোমধ্যে চা’র একটি মজার ভিডিও প্রকাশ করেছেন তার ফেসবুকে। যেখানে অংশ নিয়েছেন মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু ও দেবররা।
মাহি জানান, তার শ্বশুরবাড়ির লোকজন পারিবারিকভাবে ব্যবসায় যুক্ত। ‘তাজ প্রিমিয়াম টি’ তার শ্বশুরবাড়ির ব্যবসায়িক পণ্য। মজার ছলে এর প্রচারণায় শুধুমাত্র অনলাইনের জন্য তারা এই ভিডিও তৈরি করেছেন। ভিডিওতে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন এই চিত্রনায়িকা।
এদিকে, ‘নবাব এলএলবি’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। এছাড়াও চলতি মাসে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ ছবিতে কাজ করবেন মাহি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।