জুমবাংলা ডেস্ক : শ্বশুরের দাফনে যাওয়ার পথে জামাতা, মেয়ে ও গাড়িচালক নিহত হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুরে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী পারভীন আক্তার (২৪) ও গাড়িচালক আব্দুর রহমান (২৮)। চালক আবদুর রহমান নোয়াখালীর কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন তার শ্বশুর আবু বকরের মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার সকালে স্ত্রী পারভীন আক্তারকে নিয়ে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাগাউড়া শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। দুপুরে মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর বাজার এলাকার মোড়ে প্রাইভেটকারটির সামনে চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খালে পড়ে যায়। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে।
বাঙ্গরা বাজার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



