স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বেশ কয়েকটি ম্যাচই দাগ কেটে থাকবে দর্শক-ভক্তদের মনে। তবে তার মধ্যে অন্যতম স্মরণীয় হলো শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে নিদাহাস ট্রফির সেমিফাইনালের ম্যাচটি। মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে শ্বাসরুদ্ধকর জয়ের সঙ্গে ম্যাচের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর কিছু ঘটনা। যা তাঁতিয়ে দিয়েছিল ভক্ত-খেলোয়াড় সকলকেই। আম্পায়ারের সিদ্ধান্ত না মানতে পেরে ঘটনা এমন পর্যায়ে যায় চলে গিয়েছিল; বাংলাদেশের অধিনায়ক (তৎকালীন) সাকিব আল হাসান খেলোয়াড়দের উঠে যাওয়ার জন্য ডেকেছিলেন।
এই নিয়ে কম জলঘোলা হয়নি। সাকিবের এমন কাণ্ডের আলোচানা-সমালোচনা হয়েছিল বিশ্বজুড়ে। তাতে কী! বাংলাদেশ তো শেষ পর্যন্ত জয় নিয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছে। আগ্রাসী মনোভাব দেখিয়ে জায়গা করে নিয়েছে ভক্তদের হৃদয় জুড়ে? সে দিন আসলে কী হয়েছিল? সাকিব কী বলেছিলেন ক্রিজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে?
গতকাল রাতে তামিম ইকবালের ব্যতিক্রম আয়োজন ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় এসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। আড্ডার ফাঁকে উঠে আসে নিদাহাস ট্রফির এই ম্যাচের প্রসঙ্গ। তখনই আপ্লুত মাহমুদউল্লাহর কণ্ঠে ভেসে উঠে এই সেই ম্যাচের স্মৃতি। মাঠ ছেড়ে উঠে আসার জন্য সাকিবের ডাকা নিয়ে তিনি বলেন, ‘ওই টুর্নামেন্টে আমরা সব ম্যাচে ভালো খেলেছি। প্রথম ম্যাচে দুইশোর বেশি রান তাড়া করে প্রথমবার আমরা জিতলাম। তুইও (তামিম) রান করলি। সবাই অবদান রেখেছিল। নিদাহাসের ওই ম্যাচে সাকিব তো ডাকছে। বলে রিয়াদ ভাই চলে আসেন। আমি বলি কি বলছে ও। আমি তখন বুঝতেছি না কি করবো। আমি গ্লাভস ব্যাট রেখে কিছুদূর চলে এসেছিলাম সামনে। পরে সব ঠিক হলো। আলহামদুলিল্লাহ ম্যাচটা আমরা জিতেছিলাম।’
কীভাবে সম্ভব হয়েছিল, কী পরিকল্পনা নিয়ে নেমেছিলেন টাইগাররা? ‘আমার রুমে একটা আলোচনা করেছিলাম। আমার মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এর আগে হোম সিরিজে আমরা শ্রীলঙ্কার সাথে হারলাম। ট্রাইনেশনের ফাইনালটা হারলাম। সবার ভেতরে সেই রাগটা ছিল। মিটিংয়ে কম বেশি সবাই কথা বলেছে। ভেতরের কথাগুলো আমরা জানতে পেরেছি এবং একটা টিম ওয়ার্ক জেগে উঠিছল’- বলছিলেন মাহমুদউল্লাহ।
শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচ জিতে ফাইনালে ওঠে সে ম্যাচে টাইগারদের জয়ের নায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৩ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ। ১৬০ রানের টার্গেটে খেলতে নেমে ১ বল হাতে রেখে দুই উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তামিম-মাহমুদউল্লাহর ইন্সটাগ্রামে উঠে আসে অনেক মজার-মজার ঘটনাও। আড্ডার এক পর্যায়ে স্লগ ওভারে দুর্দান্ত খেলা মাহমুদউল্লাহর আইপিএলে সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ করেন তামিম। জবাবে মাহমুদউল্লাহও জানালেন আইপিএলে খেলার ইচ্ছার কথা।
তিনি বলেন, ‘আইপিএলের প্রতি সবাই লক্ষ্য রাখে। সবাই সেখানে খেলতে চায়, কেননা টুর্নামেন্টটাই ওরকম। এতো চাকচিক্য, এতো ভালো একটা আসর। আমার মনে হয় এটা বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি আসর। যদি খেলতে পারতাম অবশ্যই ভালো লাগতো। কারণ সবাই চায় ভালো জায়গায় পারফর্ম করতে। ওরকম সুযোগ আসলে ভালো লাগবে। ওটা নিয়ে মন খারাপ করে তো লাভ নেই। চেষ্টা করতে থাকি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।