স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর স্বাভাবিকভাবেই সেলিব্রেশন করেছে ইংল্যান্ড। যার কিছু অংশ মাঠে আর বাকি অংশ ড্রেসিংরুমে আর টিম হোটেলে হয়েছে। পাশ্চাত্যে শিরোপা জয় উদযাপনের অন্যতম অনুসঙ্গ হলো শ্যাম্পেন ছিটানো। কিন্তু ইসলাম ধর্মলম্বীদের কাছে অ্যালকোহল ধর্মীয় আদর্শ বিরোধী।
তাই মেলবোর্নে গতকাল দেখা গেল দারুন এক দৃশ্য।
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের দুই মুসলিম সদস্য হলেন লেগস্পিনার আদিল রশিদ আর অল-রাউন্ডার মঈন আলী। দুজনেই ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন হওয়ার পরে স্বাভাবিকভাবেই শ্যাম্পেন সেলিব্রেশনে মেতে ওঠে। তবে শ্যাম্পেনের ফোয়ারা ছেটানোর আগে আদিল ও মইনকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ করেন বাটলার, যাতে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত না লাগে।
অন্য ধর্মের প্রতি ইংলিশ অধিনায়কের এই সম্মান সবার প্রশংসা আদায় করে নিয়েছে। কারণ তিনি রশিদ-মঈনকে সতর্ক না করেই বিজয়ের আনন্দে হুট করে শ্যাম্পেন উৎসব শুরু করতে পারতেন।
কিন্তু অন্য ধর্মের প্রতি সম্মান আছে বিধায় বাটলার সেটা করেননি। গত অ্যাশেজ জয়ের পর শ্যাম্পেনের বোতল খোলার আগে উসমান খাজাকে সরে যেতে বলেছিলেন অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তিনিও ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।
Jos Buttler reminded Adil Rashid and Moeen Ali to leave as England players were going to celebrate with champagne.
Respect Joss THE BOSS. pic.twitter.com/DPWTHhOI6Y
— Avinash Aryan (@AvinashArya09) November 13, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।