জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাড়িতে যাবেন বলে শ্যালকের বাইক নিয়ে উধাও মামাতো বোনের স্বামী মোহাম্মদ সাহেদ (২৫)। এ ধরনের একটি অভিযোগ এনে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালক মোহাম্মদ রাশেদ (২১) রাঙ্গুনিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় মরিয়ম নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ সাহেদ হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চরের হাকিম মিস্ত্রী বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে।
ভুক্তভোগী মোহাম্মদ রাশেদ বলেন, সকালে বাইক নিয়ে ঘুরতে বের হওয়ার পর মামাতো বোনের স্বামী সাহেদ নিবন্ধন কার্ড আনতে বাড়ি যাবেন বলে আমার কাছ থেকে বাইকটি (Yamaha r15 v3) নিয়ে যান। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।
বাইক কোথায় জানতে চেয়ে ফেসবুকে বার্তা পাঠালে উত্তরে সাহেদ জানান, তার বিভিন্ন জায়গায় ধারদেনা আছে, তাই বাধ্য হয়ে বাইকটি বিক্রি করে দিয়েছেন। কোথায়, কার কাছে বিক্রি করেছেন তা জানতে চাইলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
রাশেদ আরও বলেন, দুলাভাই মোহাম্মদ সাহেদের সাথে আমার কোনো আর্থিক লেনদেন নেই। হঠাৎ বাইকটি চাওয়া তাকে দিয়েছি। পরে বাধ্য হয়ে রাঙ্গুনিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। মামাতো বোন এ বিষয়ে জানেন কিনা জানতে চাইলে রাশেদ বলেন, মামাতো বোনকে দুলাভাই সাহেদ আর কোনোদিন বাড়িতে ফিরবেন না বলে জানান।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, দুলাভাই শ্যালকের বাইক চুরি করেছে এমন একটি অভিযোগ আমার কাছে এসেছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার এএসপি (রাউজান-রাঙ্গুনিয়া) সার্কেল আনোয়ার হোসেন শামিম বলেন, দুলাভাই শ্যালকের বাইক চুরি করার বিষয়টি ন্যাক্কারজনক ঘটনা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ও বাইকটি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।