জুমবাংলা ডেস্ক : কলাপাড়ার ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদারকে (৩৭) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত তাকে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
এর আগে র্যাব-৮ পটুয়াখালীর সদস্যরা সোমবার বিকেলে শ্রমিক দল সভাপতি শামীমসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে কলাপাড়া থানায় হস্তান্তর করে। তার সঙ্গে আরও দুজন হলো- রিয়াজ (৩৫) ও জুয়েল (৩৪)।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে শামীমকে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের পটুয়াখালী জেলে হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি ধানখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মোল্লা।
মামলায় বলা হয়েছে, এ চক্রটি পাওয়ার প্লাটের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাকও আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।