শ্রমিক দিবসে লোক দেখানো ভিডিও শেয়ার করে বিপাকে আমির খান

বিনোদন ডেস্ক : ‘বলিউড পারফেকশনিস্ট আমির খান । যা করেন তা একেবারে মন থেকে এবং সে স্পষ্টবক্তা। টাকার বিনিময় সবকিছু করতে রাজি নন তিনি। বলিউডের কোনও অ্যাওয়ার্ড শোতেও উপস্থিত থাকেন না অভিনেতা। অন্যান্য খানদের তুলনায় তাকে একটু অন্য নজরে দেখেন ভক্তরা। তাহলে হঠাৎ এমন কী ঘটল যার জন্য তার নামের পিছনে ‘লোক দেখানো’ তকমাটি জুড়ে গেল?

এই কটাক্ষের শুরু আমিরের টুইটার হ্যান্ডেল থেকে। বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। যা দেখে ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ হলেও, নিন্দুকরা অভিনেতার এই ভিডিওকে লোক দেখানো বলেই দাবি করছে।

গতকাল শ্রমিক দিবসে, এই ভিডিওটি পোস্ট করেছিলেন অভিনেতা। যেখানে তাকে একটি মাঠের মধ্যে মাটি কোপাতে দেখা গিয়েছে। সেই একই ভিডিওর একটি স্টিলও রয়েছে তার টুইটার প্রোফাইলে। ভিডিওটির কেমন্ট সেকশনে নিন্দুকরা দাবি করেছে আমিরের এই কাজটি সম্পূর্ণ লোক দেখানো।

তাদের কথায়, আজকের দিনে এই ভিডিওটি পোস্ট করার উদ্দেশ্য আসলে লোক দেখানো। আজকের দিনেই কেন আমিরের হঠাৎ শ্রমিকদের কথা পড়ল। অন্যান্য দিনগুলিতেও যে শ্রমিকরা খেটে চলে সে কথা তার মাথায় নেই। মুখে তিনি যতই বলুক টাকা কিংবা খ্যাতির জন্য কিছু করেন না, কিন্তু ভিডিওতে পুরো উল্টো। নিজের প্রচারের জন্যই এই ভিডিওটি পোস্ট করেছেন আমির।