শ্রীপুরে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

শ্রীপুরে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক নারী ও কসমেটিকস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) বেলা ১১টা ও সকাল ৬টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ওসি আকবর আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীপুরে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

নিহতরা হলেন- উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই (পালোয়ান পাড়া) এলাকার ছিদ্দিকুর রহমানের স্ত্রী তাসলিমা আক্তার (৩৮) এবং মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের কসমেটিকস ব্যবসায়ী হারুন অর রশিদ (৩৩)।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক জানান, সকাল ৬টার দিকে মানসিক প্রতিবন্ধী তাসলিমা আক্তার তার বাড়ির পাশের বিলে গোসল করতে যান। স্থানীয় লোকজন ওই বিলের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় ভাসমান অবস্থায় মরদেহ লাশ পেয়ে ডাক চিৎকার করেন। পরে ওই নারীর স্বজনরা তার লাশ বিল থেকে উদ্ধার করেন।

শ্রীপুর থানার এসআই মিঠুন বন্ধ জানান, বেলা সাড়ে ১১টায় মাওনা চৌরাস্তা দুলাল উদ্দিনের বসতবাড়ির তৃতীয়তলার উত্তর পাশের ফ্ল্যাট থেকে কসমেটিকস ব্যবসায়ী হারুন অর রশিদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের হক সাহেবের ছেলে। তার গলায় গামছা প্যাঁচানো এবং মাথা ও মুখে রক্তাক্ত জখম পাওয়া গেছে। গামছার কিছু অংশ সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলানো অবস্থায় ছিল। ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিলো। তিনি মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের রূপসাগর কসমেটিক অ্যান্ড গিফট কর্নারের মালিক।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরো জানান, হারুন মাদকাসক্ত ও নিয়মিত মদপান করতেন। এছাড়া তিনি ঋণগ্রস্ত ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শগিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জে বাসস্ট্যান্ড: প্রশাসনের উচ্ছেদের পর ফের দখল