
নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: শ্রীপুর পৌরসভার মাওনা এলাকায় কর্মহীন ও অসহায় ৩শ মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন যুবলীগ নেতা আজিজুর রহমান জন। শুক্রবার বিকেলে ঘরে ঘরে এ সব খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
Advertisement
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আজিজুর রহমান জন বলেন, নিজের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষজনের ঘরে ঘরে তিনি ১০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষগুলোর হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


