নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল কম দেওয়ায় রাজাবাড়ী ইউনিয়নে মোরশেদ আলম নামে এক ডিলারের কাছ থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুজ্জামান চৌধুরী।
অর্থদন্ড পাওয়া ব্যক্তি আবিদ এন্টারপ্রাইজ নামক চাল পরিবেশক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। রাজাবাড়ী ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডে চাল দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান।
র্যাব- ১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সময় সংবাদকে বলেন, সরকারের চাল নিয়ে কোনো অনিয়ম হলে র্যাবকে জানানোর জন্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলো র্যাব-১ গাজীপুর ক্যাম্প। এরপর বেশ কয়েকজনের কাছ থেকে চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এরপর রাজাবাড়ী এলাকায় গিয়ে সেখানে এর সত্যতা পাওয়া যায়।
সেখানে চিনাশুকানিয়া গ্রামের লোকজনকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল ১০টাকা কেজি দরে দেয়ার কথা। কিন্তু পরিবেশক অনিয়ম করে ৩০ কেজির প্রতি বস্তায় কোনোটিতে ৬ কেজি, কোনটিতে ৫ কেজি করে চাল কম দিচ্ছিলেন। পরে বিষয়টি জেলা প্রশাসন কর্তৃপক্ষকে জানালে, তাদের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলেও র্যাব জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।