নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে গভীর গজারি বনের ভেতর থেকে মদিনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ই জুন) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মদিনা গলদাপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি পার্শ্ববর্তী ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিক।
নিহতের স্বজনরা জানান, সকালে কাউকে কিছু না বলে মদিনা বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তারা। পরে সকাল ৯টার দিকে বাড়ির পাশে গজারি বনের ভেতরের গাছে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।