স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুক্রবার (১১ ডিসেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড নির্বাচকরা। যেখানে পুনরায় ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছেন জনি বেয়ারস্টো এবং বিশ্রাম দেয়া হয়েছে বেন স্টোকস ও জোফরা আর্চারকে।
২০১৯ অ্যাশেজ সিরেজের পর গত এক বছরে ইংল্যান্ডের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছেন ৩১ বছর বয়সী বেয়ারস্টো। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি।
শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজে দলে ফিরবেন পেসার আর্চার ও অল-রাউন্ডার স্টোকস। মধ্য জানুয়ারিতে প্রথম সন্তানের পিতা হতে যাচ্ছেন সারে ব্যাটসম্যান রোরি বার্নস। তাই এই সিরিজে থাকছেন না তিনি।
এদিকে কাঁধের ইনজুরি থেকে সুস্থ হতে থাকা ওলি পোপ দলের সঙ্গে যোগ দেবেন এবং ফেব্রুয়ারি মাসে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য ৪ টেস্টের সিরিজের জন্য পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রাখবেন তিনি।
গল স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে প্রথম টেস্ট শুরু হবে ১৪ জানুয়ারি। দ্বিতীয় টেস্ট ২২ ফেব্রুয়ারি।
ইংল্যান্ড দল: জো রুট(অধিনায়ক), মঈন আলী, জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জশ বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, ওলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ: জেমস ব্রেসি, ম্যাসন ক্রেন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পারকিনসন, ওলি রবিনসন, অমর ভিরদি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।