
আসন্ন সিরিজে যাচ্ছেন না বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পবিত্র হজ পালনের জন্য শ্রীলঙ্কায় যাবেন না সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান।
একই সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজার ইনজুরি কাটিয়ে ফেরার সুখবর দিয়েছেন আকরাম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি ১৪ জন পাঠাবো। হয়তো একজন বাড়তে পারে। সাকিব আর লিটনের জায়গায় দুজনকে তো নিতেই হচ্ছে। এছাড়া মাহমুদুল্লাহ রিকভারি করে ফেলছে। মাশরাফিও রিকভারি করে ফেলছে।’
Advertisement
উল্লেখ্য, আগামী ২৮ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুইদল। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।