Advertisement
স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরের জন্য ফিটনেস ধরে রাখতে ব্যক্তিগতভাবে নিজেদের প্রস্তুত করছেন সবাই।
মিরপুরের সেন্ট্রাল উইকেটে দীর্ঘক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করেছেন সৌম সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ সূচির বাইরে ব্যক্তিগতভাবে বাড়তি অনুশীলন করেছেন। সেন্ট্রাল উইকেটে ব্যাটিং-এর সুযোগ না পেলেও বোলিং করেছেন। সঙ্গী ছিলেন তাইজুল। টেস্টে দীর্ঘক্ষণ বল করার জন্য নিজেকে প্রস্তুত করতেই তার এই চেষ্টা। এ মাসেই দলগত অনুশীলন শুরু হবে ক্রিকেটারদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।